BARC| TRP Controversy: সংবাদ চ্যানেলের সাপ্তাহিক রেটিং আগামী ৩ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত বার্কের

2020-10-15 2

টিআরপি (TRP) বিতর্কের জন্য তিনমাস টিভি নিউজ চ্যানেলগুলির সাপ্তাহিক রেটিং দেওয়া স্থগিত রাখছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC)। একটি ঘোষণায় বার্ক বলেছে যে তারা পরিমাপ ও ডেটা রিপোর্টিংয়ের বর্তমান মানদণ্ডগুলি পর্যালোচনা করবে ও বাড়াবে। যদিও সংস্থাটি বলেছে যে রাষ্ট্র ও ভাষা অনুসারে নিউজের জন্য সাপ্তাহিক অডিয়েন্স এস্টিমেট প্রকাশ অব্যাহত রাখবে। নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (NBA) এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে।

#BARC #TRPRating #LatestLYBangla